• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাট উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৭:১০ অপরাহ্ন / ১৪৫
রাজশাহীর চারঘাট উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরশনের মেয়র এ এইচ এম খায়রুরজ্জামান লিটন বলেছেন এ দেশের জনগন বিএনপি জামায়াতের জালাও পোড়াও রাজনীতিকে প্রত্যাখান করেছিল। তিনি বলেন এ দেশের জনগন শান্তিতে বাস করেত চায়, যার কারণে বার বার আ”লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মেয়র বলেন বিএনপির দুর্বল আন্দোলন আ”লীগ ভয় পায় না। তিনি বলেন জনগনের মন জয় করে ক্ষমতায় আসুন। বৃহস্পতিবার চারঘাট উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হলো চারঘাট উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আ”লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ।
চারঘাট উপজেলা আ”লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আনোয়ার হােসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিতি ছিলেন
বাংলাদেশ আ”লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুরজ্জামান লিটন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিতি ছিলেন আ”লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠিনক সম্পাদক এস এম কামাল হোসেনে , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি এবং বিএমডি এর চেয়ারম্যান ও আ”লীগের সদস্য বেগম আখতার জাহান (সাবেক) এমপি, জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আদিবা
আনজুম মিতা এমপি, মহিলা যুবলীগের সভানেত্রী অধ্যাপিকা নাসরিন শেলী সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ” লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি তার বক্তব্যে বলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কূটনীতি করায় চারঘাট বাঘায় বিএনপির জীবন অমবশ্যায় নিয়জিত হয়েছে। এ সময় তিনি আবু সাঈদ চাঁদকে চারঘাট বাঘায়
অবাঞ্চিত ঘোষনা করেন এবং চারঘাট বাঘায় বিএনপির রাজনীতি কে নিষদ্ধ ঘোষনা করেন। সম্মেলনে শেষ সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেনকে সভাপতি ও আলহাজ্ব ফকরুল ইসলামকে সাধারন সম্পাদক করে চারঘাট উপজেলা আ”লীগের কমিটিতে ঘোষণা করা হয়।