• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

যশোরের বেনাপোলে ২০পিচ সোনার বারসহ ১ জন আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৩:৪৫ পূর্বাহ্ন / ৩৮
যশোরের বেনাপোলে ২০পিচ সোনার বারসহ ১ জন আটক

আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০ টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক পাচারকারী আটক হয়েছে। সে শার্শার পুটখালী গ্রামের মৃত মোহর আলীর ছেলে। শনিবার রাতে শার্শা উপজেলার পুটখালী পশ্চিম পাড়া এলাকা থেকে ২০ টি সোনার বার সহ বিজিবি জোয়ানরা তাকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল পিএসসি, ইঞ্জিনিয়ার্স মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে, এমন সংবাদে পুটখালী গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক দুই কোটি ১২ লাখ টাকা।

আটক আতিয়ার বেনাপোল এলাকার চিহ্নিত সোনা পাচারকারী। সে দীর্ঘদিন ধরে নানা ছদ্মবেশে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করে আসছিলো। তার বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির কর্মকর্তা জানিয়েছেন।