• ঢাকা
  • বুধবার, ২৬ Jun ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার


প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন / ৪৭
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি এমডি মাহবুবুর রহমান মুরাদ কে বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুরে সংগঠনটির সভাপতি এস এম তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম বিপুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কমিটির সহ-সভাপতি এমডি মাহবুবুর রহমান মুরাদকে প্রেসক্লাব টুঙ্গিপাড়া থেকে বহিষ্কার করা হলো।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম বিপুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ভূয়া তথ্য দেয়া, ক্লাবের নাম ভাঙিয়ে অপকর্ম সহ প্রেসক্লাবের মধ্যে ভাঙন সৃষ্টি ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।