• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

পেশাদার সাংবাদিক সমন্বয়ে গোপালগঞ্জের কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ১:৪৩ অপরাহ্ন / ৬৪
পেশাদার সাংবাদিক সমন্বয়ে গোপালগঞ্জের কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সংগঠনের সমন্বয়ে সত্যের সদস্য বিশিষ্ট সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার কাশিয়ানী প্রেসক্লাবে দিনব্যাপী তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এ ঐক্য পরিষদ গঠন করা হয়।

ঐক্য পরিষদে, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফায়েকুজ্জামানকে সভাপতি, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণ কমিটি ঘোষণা করে। এ কমিটিতে উল্লেখযোগ্য পদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্নাকে সহ-সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ ও ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আহাদুল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ফোরামের ইবাদুল রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম টিটনকে অর্থ বিষয়ক সম্পাদক, প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসেন লিংকনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরশ উজিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বায়তুল হাসান ও উপজেলা প্রেসক্লাবের মো. আসাদুজ্জামান (এম এ জামান) এবং কাশিয়ানী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চৌধুরী আবু তালেব, জিয়াউল হক পান্নু শিকদারকে
সদস্য পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান, কাজী ওমর হোসেন, মোহাম্মদ মিকাইল মিয়া। ঐক্য পরিষদ পূর্ণ কমিটির নেতৃবৃন্দ জানান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, সমাজ সংস্করণ ও উপজেলার পেশাদার সাংবাদিকের মানোন্নয়ন ও অধিকার এবং অপ-সাংবাদিকতা দূর করতে ঐক্য পরিষদ কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।