• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

নির্বাচনী উঠান বৈঠক গোপালগঞ্জ সদর উপজেলা 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ন / ৩৪৫
নির্বাচনী উঠান বৈঠক গোপালগঞ্জ সদর উপজেলা 

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দূর্গাপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সাধারন জনতা উঠান বৈঠক করেছে। বীর মুক্তিযুদ্ধা সাবেক জেলা কমান্ডার আকবর আলী আকু ফরাজীর নিজ বাড়ীতে স্লোগানে স্লোগানে মুখোরিত ছিল গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শুরু হয়ে রাত ১০ ঘটিকা পর্যন্ত উম্নুক্ত এই উঠান বৈঠকে সাধারন জনগন বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নিকট আকুল আবেদন করছেণ বাংলাদেশ আওয়ামীলীগ মনোয়ন দেন তাহলে আকবর হোসেন আকুফরাজী যেন মনোয়ান পান স্লোগানে স্লোগানে এই দাবী করছেন বিভিন্ন বক্তারা বলেন দীঘদিন আকবর হোসেন আকুফরাজী দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকা অব্স্থায় জনগনের সেবা করে আসছেন এবং বতমান ইউনিয়নের সেবা কে তুলনা করে আসছেণ এবং বর্তমান ইউনিয়নের সেবা কে তুলনা করে প্রাথীর কাছে ইউনিয়নের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। যেমন প্রতিবন্ধি ভাতা যেমন ১০ কেজি করে চাল সিটিজেন চার্টার অনুসারে আবেদন করেন।প্রার্থী বক্তৃতায় বলেন আমি আওয়ামীলীগের মনোয়ন পেলে আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবো যদি আমকে না দিয়ে অন্য কাউকে দেয় আমি সাথী হয়ে কাজ করব আমি সব সময় আপনার সাথে আছি থাকবো

অমীয় সরকার, বলেন যে আমাদের ইউনিয়নের উন্নয়নের জন্য আকবর হোসেন আকুফরাজীর প্রয়োজন।তিনি বিগত দিনে ইউনিয়নের উন্নয়নে জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইউনিয়ন সুন্দর ভাবে পরিচালনার জন্য তার কোন বিকল্প নেই।পরে নজরুল ইসলাম শিকদার বলেন যে ১৫ নং দূর্গাপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন বানাতে হলে আমরা বিগত দিনে যে সব চেয়্যারম্যানের কাজ দেখেছিও বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। তাই আমাদের ইউনিয়নের উন্নয়ন করতে দীঘ দিনের অভিজ্ঞতা সম্পূর্ন আকবর হোসেন আকু ফরাজী আর একবার চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তিনি চেয়্যারমান হলে দূর্গাপুর ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনিত করবেন। তিনি আরো বলেন যে মানণীয় এম,পি, মহোদয় যদি মনোনয়ন দেন তাহলে আমাদের ইউনিয়নে আকবর হোসেন আকুফরাজীকে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা করেন। এছাড়া ও আরো অনেকে বক্তব্য রাখেন সমাজপ্রতি অরুন বসু, যুব সমাজের অহংকার আনিসুর রহমান জুয়েল ও নাসির বক্তব্য রাখেন এবং ঐ এলকার বিশিষ্ট মুরবী আফতাব মুন্সী বক্তব্য রাখেন।