• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই— রশীদুজ্জামান


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন / ৩১
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই— রশীদুজ্জামান

মোঃ মানছুর রহমান জাহিদঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকার মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান পাইকগাছায় মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাইকগাছা সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুর ১২টায় পাইকগাছা বাসস্টান্ড জিরো পয়েন্টে অবস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে শিক্ষক দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান মোড়ল, হরে কৃষ্ণ দাশ, শিক্ষক মোঃ আনিসুর রহমান, মোঃ শহীদূল ইসলাম, মোঃ আব্দুস সালাম, নারায়ণ চন্দ্র শিকারী, আব্দুর রাজ্জাক, ওলিউর রহমান।

অপরদিকে দুপুর ১টায় পাইকগাছা সরকারি কলেজের শিক্ষকদের সাথে কলেজ শিক্ষক মিলোনয়তনে মতবিনিময় সভা অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়ের সভাপতিত্বে ও প্রভাষক মমিনউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী রশীদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমান উল্যা গাজী, সহকারি অধ্যাপক এফ এম ইলিয়াস হোসেন, সত্যপ্রিয় মিস্ত্রি আবদুল হাকিম, শহীদুল ইসলাম, প্রভাষক জামাল উদ্দিন, রাজ্জাক বুলি, তারেক আহমেদ, প্রমুখ।

এ সময় প্রধান অতিথি রশীদুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি কোন প্যানা পোষ্টার ছাপাইনাই, জননেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে আমার হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন। আপনারা সকলের সহযোগিতায় অবহেলিত এ জনপদ থেকে আবারো নৌকা প্রতিক বিজয়ী হবে এবং প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছ নৌকা প্রতিকের আগাম ভোট প্রার্থনা করেন।