• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-৩ আসনে এমপি হিসেবে যোগ্য এমদাদুল হক


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন / ৫১
ঠাকুরগাঁও-৩ আসনে এমপি হিসেবে যোগ্য এমদাদুল হক

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকারগাঁও-৩ আসনে এমপি হিসেবে যোগ্য এমদাদুল হক।জানা যায়,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান অধ্যক্ষ মোঃএমদাদুল হক জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রচারের মধ্যে লড়াইয়ে জেগে উঠেছেন জাতীয় পাটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মোঃ হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল ও অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা ত্রিমুখী লড়াই ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করলেও এখন চলছে একতারা,লাঙ্গলগোলাপ ফুলের ত্রিমুখী লড়াই।

জানা যায়,বিশ্বওলি খাজাবাবা ফরিপরি জাকের পার্টির পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় কমিটি সহ ব্যাপক ভক্ত রয়েছেন।আসন্ন ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে সকল খাজাবাবা ফরিপুরি ভক্ত তুমুল ভাবে মাঠে নেমেছেন।তবে বিভিন্ন এলাকার খবরাখবর নিয়ে জানা যায় ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হবে একতারা,গোলাপ ফুল ও লাঙ্গল মার্কার।যদি ও মাঠে ৫ জন প্রার্থী রয়েছে তবে ভোটের মাঠে একতারা,গোলাপ ফুল ও লাঙ্গল ত্রিমুখী লড়াই হবে বলে জানা যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে নির্বাচিত হলে বৃদ্ধাশ্রম করবেন এমদাদুল হক।তিনি আর ও বলেন আমি নির্বাচিত হলে শাগুনি বাসগাড়া নামক এলাকায় তার মায়ের জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করবেন।এ আসনের মানুষের জন্য প্রবীন হাসপাতাল অথবা বৃদ্ধাশ্রম তৈরি করবেন বলে মন্তব্য করেছেন।এছাড়া ও বিভিন্ন রাস্তা ঘাট সহ মন্দির,মসজিদ,গীর্জা,পেগোডা নির্মান কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।এবং সাংবাদিক ভাইদের জন্য ১০ শতক জমি ক্রয় করে ৫ তলা ভবন নির্মাণ করবেন যেন সেখানে সকল সাংবাদিক সংগঠন মিলেমিশে চলতে পারে।

ঠাকুরগাঁও-৩ আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক, তিনি পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সমাজ সেবা বিষয়ক সম্পাদক।বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি সাংবাদিক ও মানবাধিকার সংগঠনে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।এমপি প্রার্থী অধ্যক্ষ এমদাদুল হক বলেন, আমরা নির্বাচনের আচরণ বিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবো, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হবে এ ধরনের কোনো কাজে আমরা অংশ নেব না, আমি আপনাদেরই একজন প্রার্থী, আমার বিষয়ে কোন অভিযোগ আসলে অবশ্যই আপনারা আমাকে অবহিত করবেন। আমার দলীয় প্রতীক হচ্ছে গোলাপ ফুল আমি গোলাপের ঘ্রাণ রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসীর ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমার দলীয় নেতা কর্মীদের নিয়ে।মতবিনিময় কালে তিনি প্রবীন হাসপাতাল/বৃদ্ধাশ্রম এর জন্য ইতিমধ্যে স্থান নির্ধারণ করেছে পীরগঞ্জ উপজেলার সাগুনি রাবার ড্যাম এলাকায় সাড়ে তিন একর জমিতে নির্বাচিত হলে নির্মাণ কাজ শুরু করবেন, বৃদ্ধাশ্রমে জন্য সে যাইগাটি তার মায়ের নামে রয়েছে এমপি নির্বাচিত হলে সে জায়গা টি বৃদ্ধাশ্রম দান করে দিবেন বলে অধ্যক এমদাদুল হক জানায়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল কালাম,দপ্তর সম্পাদক শিকদার আলী,পৌর সভাপতি অজগর আলী,স্বেচ্ছাসেবক ফন্টের উপজেলা সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

এবিষয়ে এমদাদুল হকের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিক কে বলেন আমি এমপি হিসেবে যোগ্য আমি রানীশংকৈল মহিলা কলেজের অধ্যাপক ছিলাম।নিজ যোগ্য মনে করে সব সময় জনগণের পাশে আছি।