• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ১৬, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন / ৬৪
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, ডাঃ সাদ মাহমুদ জয় সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় মোট ১ লাখ ৯০ হাজার ৩ শত ১৩ জন (১২-১৯) মাস বয়সী শিশুদের এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলার ৫ উপজেলার স্থায়ী ও অস্থায়ী মোট ১ হাজার ৭ শত ১৬ টি কেন্দ্রে ৩ হাজার ৪ শত ৩২ জন স্বেচ্ছাসেবী একযোগে কাজ করবেন বলে জানান তিনি।