• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে


প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন / ১৬২
গোপালগঞ্জে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে ধর্মীয় আলোচনা ও আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা -২০২৩ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো মুসল্লিদের অংশগ্রহণে দেশী ও বিদেশী তাবলীগী মেহমান ইজতেমা ময়দানে এ বয়ান করেন। মূলত ভারতের দিল্লির নিজাম উদ্দীন মার্কাজ তাবলীগ অনুসারীদের বিশাল এ জমায়েত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

শুক্রবার পবিত্র জুম্মার নামাজ বিশাল জামায়াতে অংশ নিতে ও বয়ান শুনতে জেলার বিভিন্ন এলাকার মুসল্লিদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমা থেকে মুসুল্লিরা বিভিন্ন জামাত বন্দি হয়ে দেশ-বিদেশে তাবলীগী দাওয়াতের কাজে বের হবেন বলে জানা গেছে। আগামী শনিবার (৪ মার্চ) দুপুর ১২ টায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে এ বছরের জেলা ইজতেমা সম্পন্ন হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।