যশোর প্রতিনিধিঃ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র পূর্বঘোষিত ডাকা কর্মবিরতি বন্ধ ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। ১৬ মে (সোমবার) দুপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
জানাগেছে, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ আলোচনার ভিত্তিতে ৫ টি শর্ত আরোপ করে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আগামী ১৬ জুন ২০২২ তারিখের মধ্যে শর্ত্বাবলী সঠিক ভাবে পালন না করা হলে পরবর্তীতে সমিতি’র পক্ষ হতে নির্দেশনা ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানান, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজি।
এদিকে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ও জানান, ১৫ দিনের মধ্যে ক্রেন-ফর্কক্লিপের সমাধান ও ২ মাসের মধ্যে অন্যান্য সমাস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা রাখছি, নিদিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :