
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির দোস্ত মো. আব্দুল জলিল (উকিল, মোক্তার) এর পুত্র সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা (জেসিও) এ.জেড.এম. শহিদুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ তার প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষে তার ছোট ছেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ভারেরবানী পত্রিকার চিফ রিপোটার ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের সিনিয়র ক্রাইম স্টাফ রিপোটার এ জেড. আমিনুজ্জামান রিপন গোপালগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের ও দেশবাসীর কাছে তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়ার দরখাস্ত করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায় মরহুম এ,জেড,এম শহিদুর রহমানকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মার্কাস মহল্লা জামে মসজিদ কবর স্থানে সমাহিত করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :