নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে ছিনতাইকারীর কবলে পরে আজ নিঃশ্ব ফটো সাংবাদিক রুবিনা শেখ। রুবিনা শেখ (২৯) বর্তমানে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। গত ২৫/০৪/২০২১ইং সকাল ১০.৩০ মিনিটে গুলিস্তান ওভার ব্রীজের নিচ হইতে কয়েকজন ব্যক্তি কাজের কথা বলে সিএনজিতে তুলে নিয়ে অপহরণ ও মুক্তিপন দাবি করে। ছিনতাইকারী চক্র ফটো সাংবাদিককে যাত্রাবাড়ী থানার অন্তর্গত শনির আখড়া এলাকায় একটি নির্জন কক্ষে আটকে রেখে মেয়েটিকে শারীরিকভাবে অমানসিক নির্যাতন ও অত্যাচার শুরু করে। এক পর্যায়ে মেয়েটি অত্যাচারে অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসী গ্যাং মেয়েটির সঙ্গে থাকা ১টি ক্যামেরা যার মূল্য ৯৬,০০০/-, ল্যান্স-২৭০ মডেলের মূল্য ৭৫,০০০/-, ৩ ভরি স্বর্ণলংকার যার মূল্য ২,২০,০০০ হাজার টাকা এবং ২টি স্মার্ট ফোন যার মূল্য ৩০,০০০/- এবং নগদ আনুমানিক ২০ হাজার টাকা নিয়ে সন্ত্রাসী চক্র পালিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, সন্ত্রাসী চক্র মেয়েটিকে মুক্তিপন বাবদ ৫ লক্ষ টাকাও দাবি করে। সাংবাকিদ মেয়েটিকে জনগণ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর থেকে মেয়েটি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে প্রায়ই। গত ০৭/০৬/২০২২ শ্যামলী শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। এই ব্যাপারে ভূক্তভোগী সাংবাদিক রুবিনা শেখ ঘটনার সুষ্ঠ বিচার ও হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেতে ঢাকার যাত্রাবাগড়ী থানায় গত ২১/০৬/২০২১ তারিখে একটি মামলা দায়ের করে। যাত্রাবাড়ী থানার মামলা নং-৯৩। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। একজন নারী সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনকালে তার জানমালের নিরাপত্তা নেই। এই ব্যাপারে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেতে সাংবাদিক রুবিনা শেখ প্রশাসন ও পুলিশের কর্তা ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সূত্র মতে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং গাড়ির মালিক এই ছিনতাই চক্রের সাথে জড়িত বলে পুলিশের ধারণা।
আপনার মতামত লিখুন :