
আজিজুল ইসলাম,যশোরঃ যশোরে ১৪ কোটি টাকা মূল্যের (১৫.৮০০ কেজি ওজনের) ১৩৫ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। সেই সাথে ৩ টি প্রাইভেটকারসহ ৬ পাচারকারীকে আটক করেছে। উদ্ধার করা স্বর্নের ওজন ১৫.৮০০ কেজি।
বুধবার (১ জুন) যশোর জেলার সদর থানার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল, চাঁদপুরের রশিদ মিয়া জির ছেলে আরিফ মিয়াজি, কুমিল্লার সিরাজুল ব্যাপারির ছেলে শাহজালাল, মাদারীপুরের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি, নারায়নগঞ্জের অলিউল্লাহ ব্যাপারির ছেলে রবিউল আলম রাব্বিকে স্বর্ন পাচারের দায়ে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা ঢাকা হতে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতে পাচার করে সেখান থেকে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরত আসার পরিকল্পনা ছিল তাদের।
আটককৃত স্বর্ণ ও প্রাইভেটকারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় বিজিবি।
আপনার মতামত লিখুন :