
খুলনা অফিসঃ সবাইকে কাদিয়ে,না ফেরার দেশে চলে গেলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক উদয় চক্রবর্তী (৫০)। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। গত সোমবার হটাত তার বুকে ব্যাথা অনুভব করলে তার পরিবারের লোকজন তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় উক্ত হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তার এই মৃত্যু সংবাদ শুনে ডুমুরিয়া প্রেসক্লাব,ও তার পরিবার ও গ্রামে এক হৃদয় বিদারক শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি খর্নিয়ায় পৌছায়। গ্রামের শতশত লোকজন তাকে একনজর দেখতে আসেন। বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সাংবাদিকরা নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার গ্রামের বাড়ি খর্নিয়া এলাকায় সাংবাদিক উদয় চক্রবর্তীর শেষকৃত কাজ চলছে।
আপনার মতামত লিখুন :