
মাটির ঘর—-তালুকদার আকিক
চারজন মিলে বাঁশের রথে
উঠাইবে তোমায় কাঁধে,
সবাই মিলে কবর ঘরে
রেখে আসবে ফাঁদে।
যেতে হবে কবর ঘরে
রঙ তামাশা ছেড়ে,
সময় হলে খবর হবে
তোমায় নিবে কেড়ে।
তোমার ঘরে কেউ যাবে না
থাকবে তুমি একা,
সঙ্গে যাবে আমলনামা
সবেই দেখবে ফাঁকা।
চতুর পাশে মাটির বেড়া
মাটি রবে ঘেরা,
মাটিতে তুমি মিশে যাবে
মাটিই হবে সেরা।
দেহ তোমার খাইবে মাটি
আর আসবে না ফিরে
আত্মার তোমার বিচার হবে
সৃষ্টিকর্তার নীড়ে।
ভালো কাজে উদ্ধার হবে
চলবে স্বর্গের পথে,
মন্দ কাজে ডুবিয়ে মরে
হাদিস কোরআন মতে।
আপনার মতামত লিখুন :