• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

বুয়েটে জাতীয় গণিত সম্মেলন অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন / ৪২
বুয়েটে জাতীয় গণিত সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ গণিত বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক আয়োজিত “AF Mujibur Rahman Foundation-Bangladesh Mathematical Society 3rd National Mathematics Conference 2024” and Gold Medal Award giving Ceremony আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। তিনি বলেন বাস্তব জীবনে গণিত ব্যবহারের অনেক ক্ষেত্র রয়েছে, এই সকল ক্ষেত্রে যথাযথ গবেষণার মাধ্যমে গণিতের ব্যবহার আরও বাড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, তিনি সম্মেলন আয়োজন করার জন্য গণিত বিভাগের প্রশংসা করেন এবং এই বিভাগের পোস্ট গ্রাজুয়েট কার্যক্রম সহ বিভাগীয় গবেষণা আরও উৎকর্ষ সাধনের ত্বরান্বিত করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ গণিত সমিতি ও উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন, বাংলাদেশ গণিত সমিতি এবং গণিত বিভাগ, বুয়েট কে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এম নুরুল আলম, ট্রাস্টি, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। তিনি বলেন গণিতবীদদের গণিত শিক্ষা ও গণিতের ব্যবহার শুধুমাত্র দেশে নয় বিদেশের পরিমন্ডলেও প্রসার ঘটিয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাজমা পারভীন।

এছাড়া উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন, গণিত বিভাগ, বুয়েট। এই সম্মেলনে Keynote Speech এবং ১০টি Invited Talk সহ সর্বমোট ১৮৪ টি পেপার উপস্থাপন করা হবে।

দুইদিন ব্যাপি এই সম্মেলন আগামী ৭ই ফেব্রুয়ারি সমাপ্ত হবে। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে গণিত বিভাগের ২ জন এম.এস.সি (চৈতী বিশ্বাস ও এস. এম. ইয়াসির আরাফাত) এবং ২ জন এম.ফিল (মোছাঃ হামিদা আক্তার ও তরিকুল ইসলাম) শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত সম্মানিত অতিথিবৃন্দ আয়োজকদের ভূয়সী প্রসংশা করেন এবং এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন।