মনিরুজ্জামান অপূর্ব , ঢাকা : ২০ জুন সোমবার শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন, সম্মিলিত পর্যটন জোটসহ ট্যুরিজমের ট্রেড বডিগুলির নেতৃবৃন্দ এক জুম মিটিংয়ে বসেন পর্যটন খাতের ১২টি উপখাত নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের জন্য। উল্লেখ্য যে, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের অনুরোধে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন নিজ নিজ পক্ষ থেকে ১২টি উপখাত উপস্থাপন করে।
বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন কর্তৃক উপস্থাপিত পর্যটনের ১২টি উপখাত এখানে সকলের জানার জন্য উপস্থাপন করা হলো:
নিচের ১২ (বার)টি উপখাতে বর্ণিত দ্রব্য, ঐতিহ্য, কর্মকান্ড, কর্মস্থল ও প্রতিষ্ঠানসমূহকে পর্যটন শিল্পের আওতাভূক্ত বলে বিবেচনা করা যায়- ১. পর্যটন যানবাহন (Tourism Transport): পর্যটনে ব্যবহার্য সড়ক, রেল, নৌ, সমুদ্র, আকাশ ও মহাকাশযানসহ যে কোন যান্ত্রিক, অযান্ত্রিক যানবাহন এবং নৌকা, পালকি, গরু, ঘোড়া ও মহিষের গাড়িসহ সকল চিরায়ত যানবাহন। ২. খাদ্য ও পানীয় (Food & Beverage): যে কোন দেশি ও বিদেশি খাবার ও পানীয় এবং রেন্টুরেন্ট, ক্যাটারিং, কনফেকশনারি, টেক এওয়ে (Take Away) এবং যে কোন খাদ্যদ্রব্য, কর্মকাণ্ড ও প্রতিষ্ঠান। ৩. পর্যটন আবাসন (Tourism Accommodation): সকল ধরণের হোটেল, রিসোর্ট, সেনিটারিয়াম এবং নন-হোটেল আবাসন যেমন- হোমস্টে, ট্রি হাউজ, তাঁবু, রুরাল বাংলো, নৌ-আবাস, বজ্রা বা অন্য কোন পর্যটন আবাসন। ৪. পর্যটন আকর্ষণ ও বিনোদন (Tourism Attractions and Recreation): প্রত্নস্থল, জাদুঘর, সংগ্রহশালা, প্রদর্শনী কেন্দ্র, বন, জার্মপ্লাজম সেন্টার, হস্তশিল্প কেন্দ্র, পর্যটন চলচ্চিত্র, ড্রামা, থিয়েটার, টেলিফিল্ম, চারু ও কারুকলা, চিত্রকলা, ডকুমেন্টারি, রেডিও বা টিভি প্রোগ্রাম ইত্যাদি এবং যে কোন পার্ক, উদ্যান, ইনডোর এবং আউটডোর বিনোদন কেন্দ্র বা অন্য কোন আকর্ষণ ও বিনোদনস্থল ও কর্মকাণ্ড। ৫. পর্যটন কার্যক্রম (Tourism Activities): কৃষি পর্যটন, প্রত্নপর্যটন, সাংস্কৃতিক পর্যটন, খাদ্য পর্যটন, জলাভূমি পর্যটন, শিক্ষা পর্যটন, স্বাস্থ্য পর্যটন, জীবনধারা পর্যটন, কমিউনিটিভিত্তিক পর্যটন, ইকোপর্যটন, দায়িত্বশীল পর্যটন ইত্যাদিসহ যে কোন ধরণের টেকসই পর্যটন কার্যক্রম। ৬. মধ্যস্থতাকারী (Intermediaries): ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর ব্রোকার ও ল্যান্ড অপারেটরসহ যে কোন পর্যটন মধ্যস্থতাকারী। ৭. পর্যটন শিক্ষা (Tourism Education): যে কোন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক পর্যটন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম এবং পর্যটন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ৮. পর্যটন মিডিয়া ও প্রকাশনা (Tourism Media and Publications): পর্যটন টেলিভিশন চ্যানেল, রেডিও, কমিউনিটি রেডিও, প্রিন্টেড ও অনলাইন পত্রিকা, নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেলসহ যে কোন প্রিন্টেড ও ইলেক্ট্রনিক মিডিয়া। পর্যটন বিষয়ক প্রিন্টেড বা ডিজিটাল বই, জার্নাল, পিরিয়ডিক্যালস্, বুলেটিন, ব্রুশিওর, মানচিত্র, ভূগোলক বা অন্য কোন পর্যটন প্রকাশনা সামগ্রী। ৯. পর্যটন প্রযুক্তি (Tourism Technology): পর্যটনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ডিজিটাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিকস্, বায়োলজিক্যাল ও জেনেটিক প্রযুক্তি, বায়োমিমিক্রি এবং পর্যটনে ব্যবহার্য টুলস্ ও ডিভাইসসমূহ।১০. পর্যটন ইভেন্ট ও বিবিধ কর্মকাণ্ড (Tourism Event and Miscellaneous): MICE (Meeting, Incentive, Convention, Exhibition) কার্যক্রম, সেমিনার, সিম্পোজিয়াম, পর্যটন মেলা ও উৎসব আয়োজনসহ পর্যটনের সাথে সম্পৃক্ত যে কোন ইভেন্ট। পর্যটন গ্রাম, পর্যটন নগরী, খাদ্য রাজধানী, পর্যটন কেন্দ্র, যোগ কেন্দ্র (ণড়মধ ঈবহঃবৎ), ব্যায়ামাগার, এলোপ্যাথিক বা চিরায়ত চিকিৎসা কেন্দ্র স্থাপন; গাইডিং, পর্যটন স্থাপনায় ইন্টেরিয়র ডিজাইনিং, ল্যান্ডস্ক্যাপ ডিজাইনিং, প্ল্যান্ট ডিজাইনিং এবং পর্যটনের জন্য নির্মিত যে কোন ভৌত স্থাপনা ও কর্মকাণ্ড।১১. পর্যটন সুরক্ষা ও নিরাপত্তা (Tourism Safety and Security): অভ্যন্তরীণ সুরক্ষা যেমন খাদ্য ও পানীয় দ্রব্যের সুরক্ষা, সার্বিক পরিচ্ছন্নতা, হাইজিন এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা; বাহ্যিক নিরাপত্তা যেমন পর্যটকদের শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ। ১২. পর্যটন মার্কেটপ্লেস (Tourism Marketplace): পর্যটন পণ্য ও সেবা মার্কেটিং ও বিক্রয়ের উদ্দেশ্যে সমবায়ভিত্তিক পর্যটন শপ ও মার্কেট, ডিজিটাল ওপেন মার্কেট, ই-কমার্স, পর্যটন পণ্য বিক্রয় কেন্দ্র ও সুভেনির শপসহ পর্যটন পণ্য ও সেবা বিক্রয়ের যে কোন মার্কেটপ্লেস।
আপনার মতামত লিখুন :