
রাজিব আহমেদ, নরসিংদীঃ জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই/জামিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি, নরসিংদীর একটি টিম নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান পরিচালনা করে ১৮ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ০০.২৫ ঘটিকায় ১টি বিদেশী পিস্তল ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১। আল আমিন খান আল আমিন (৩১), পিতা-মৃত উমর আলী, সাং-বাউলপাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, ২। সাইদুর রহমান ছাদু (২৮), পিতা-মৃত তোফাজ্জল মিয়া, সাং-করিমপুর, বর্তমান ঠিকানা- বাউলপাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী ও ৩। মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত অহিদুর রহমান, সাং-নাগরিয়াকান্দি, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। গ্রেফতারকৃত আল আমিন খান আল আমিন এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমান ছাদু এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :