নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হর্টেক্স ফাউন্ডেশন এর আয়োজনে ২৯ ডিসেম্বর সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে আম রপ্তানিতে traceability এর গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার, প্রধান আলোচক কৃষিবিদ মিটুল কুমার সাহা সহ জেলা ও উপজেলা এর কর্মকর্তা, গবেষণা প্রতিনিধি, আম উদ্যোক্তার উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব, আম উদ্যোক্তা রফিকুল ইসলাম ও আতিকুর রহমান মিলন।
আপনার মতামত লিখুন :