
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” বিকশিত হবে ছাত্র/ছাত্রীদের মেধা ও মনন। প্রচার-প্রসার ঘটবে কারিগরি শিক্ষার মান “এ স্লোগানকে সামনে রেখে স্কিল কম্পিটিশন -২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউশনে।
বৃহস্পতিবার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউশনের আয়োজনে ক্যাম্পাস চত্বরে অধ্যক্ষ ডক্টর সুশীল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপঙ্কর নন্দী। প্রতিযোগিতাটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় আয়োজন করা হয়েছে এবং এতে অংশ নিয়েছেন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতি ড. সুশীল কুমার পাল শিক্ষার প্রতি আলোকপাত করতে গিয়ে বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চাহিদার সাথে মিল রেখে তাদের প্রস্তুত করা হচ্ছে। প্রধান অতিথি শেখ মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য, এই প্রতিযোগিতা তাদের শিক্ষা ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পাস চত্বর ঘুরে শিক্ষার্থী তৃতীয় বর্ষের ছাত্র শাহীন আলমের মুখোমুখি হলে তিনি বলেন “এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষকই অভিজ্ঞ ও অত্যন্ত পারদর্শী। দক্ষতার সাথেই আমাদেরকে পাঠদান করে থাকেন “।ইলেকট্রিক টেকনোলজির স্টলের সুশান পাল তার উদ্ভাবনী প্রদর্শন করেন আমন্ত্রিত অতিথিগণ, সভাপতি ও ছাত্র-ছাত্রীদের মাঝে। ফুড স্টলের তামজিদ শেখ তার নতুন বিস্কুট উদ্ভাবন করে ক্যাম্পাসে সারা ফেলে দিয়েছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চীফ ইনস্ট্রাকটর (টেক) মোঃ নাসির উদ্দিন আহমেদ ও ইনস্ট্রাকটর (নন টেক) বাংলা
মশিউর রহমান। ইনস্ট্রাকটর মশিউর রহমানের সাথে কারিগরি শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণ সমাজ দেশে-বিদেশে তার কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারবে। পরিশেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :