• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৬:০২ অপরাহ্ন / ৪৯
গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৪ পালিত হয়েছে।

ডায়াবেটিসঃ “সু-স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির মেডিকেল ডিরেক্টর ডাঃ কাজী রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বলেন, দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলেছে, গোপালগঞ্জও এর বাহিরে নয়। প্রতি ৬শ’ জনে ২শ ’জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন। এর কারণ হচ্ছে অলসতা ও অসচেতনতা। ডায়াবেটিস রোগ থেকে আমাদের মুক্তি পেতে হলে অলসতা কাটিয়ে সচেতন হতে হবে। পরিমিতভাবে আহারের পাশাপাশি নিয়মিত হাটার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। তবেই ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।