মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা : কাঁচপুর মহাসড়কে ওপেক্স সিনহা টেক্সটাইল গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে বেতন ভাতার দাবিতে সকাল থেকেই আন্দোলন করেছে ।এতে করে কয়েক মাইল যানজটের সৃষ্টি হয়েছে। উভয় সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঢাকা হতে কোন প্রকার যানবাহন নারায়ণগঞ্জ (কাঁচপুর) হয়ে বের হতে পারছে না এবং ঐ রোড হয়ে কোন প্রকার যানবাহনও ঢাকায় ঢুকতে পারছেনা। শ্রমিকদের দাবী না মানলে তাঁরা রাজপথ ছাড়বে না। আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে গার্মেন্টস মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন প্রকার সাড়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :