মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ “গাছ লাগান পরিবেশ বাঁচান” গাছ লাগান দেশ বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার নার্সারি মালিক সমবায় সমিতির সকল সদস্যদের সমন্বয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার নার্সারি সমিতির আয়োজনে গদাইপুর বাজার চত্বরে উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি শেখ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, নির্বাহী সদস্য জিল্লুর রহমান, রাজিব গাজী, আব্দুল ওহাব, আকরামুল ইসলাম,মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম,শিক্ষক বাবর আলী গোলদার, আব্দুস সালাম, অশোক কুমার পাল, মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, আমিনুল ইসলাম কাজল,নার্সারি মালিক সমিতির মোঃ আফসার গাজী, সিরাজুল ইসলাম,রাজু আহমেদসহ, প্রায় সাড়ে ৪শতাধিক নার্সারি মালিক সমিতির সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জরুরী মতবিনিময় সভায় সমিতির সভাপতি সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যরা তাদের বিগত দিনের কর্মকান্ড ও আয় ব্যায়ের বিষয়ে সাধারণ সদস্যদের অবহিত করেন। এবং আগামি দিনে সমিতির কি কি কর্মকান্ড পরিচালনা করবে সে বিষয়ে সাধারণ সদস্যদের কাছ থেকে মতামত গ্রহন করেন। সমিতির আগামি ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়। এছাড়াও সমিতির সদস্যদের পুরুস্কার প্রদান ও মধণ্য ভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্ত করেন।
আপনার মতামত লিখুন :