• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান শিক্ষক চায় এলাকাবাসী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন / ৮৩
হবিগঞ্জের মাধবপুরে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান শিক্ষক চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজনও মুসলমান শিক্ষক নাই। ফলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের ইসলাম ধর্ম বিষয়টির শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। একজন মুসলিম শিক্ষক পদায়নের জন্য অভিভাবকেরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিভাবকেরা হতাশ। প্রকাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে একজন মুসলিম শিক্ষক চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন।কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।সর্বশেষ অর্পিতা সরকার নামের আরেকজন হিন্দু শিক্ষককে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। গত ২৪ জানুয়ারী যোগদান করেছেন।

মাধবপুর পৌর এলাকার নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ২২৮ জন শিক্ষার্থী রয়েছে।২২৮ শিক্ষার্থীর ১৮০ জন মুসলমান।বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ সব শিক্ষক হিন্দু হওয়ায় মুসলমান শিক্ষার্থীদের ইসলাম ধর্ম বিষয়টি ঠিকমতো পাঠদান করা যাচ্ছে না। এলাকাবাসি কমপক্ষে একজন মুসলমান শিক্ষক নিয়োগের দাবি।।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক নাহিদ মিয়া দ্রুত বিদ্যালয়টিতে অন্তত একজন মুসলমান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মওলার সাথে কথা বললে তিনি এ ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।