• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই: রাষ্ট্রপতির শোক


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২১, ৯:৩০ অপরাহ্ন / ২৩৪
সাবেক এমপি ড. মিজানুল হক আর নেই: রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসননের দুই বারের সাবেক সফল সংসদ সদস্য প্রকৌশলী ড. মিজানুল হক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৯১/ ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হয়ে পরপর দু’বার এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে হাসপাতালের পরিচালক ডা. মো: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, প্রায় দেড় সপ্তাহ আগে তিনি করোনা পজেটিভ হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ ক’দিন ধরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি বুয়েটের শিক্ষক ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর মহাসচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন ও তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।