• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৪৬০ কর্মকর্তা


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন / ৭৭
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৪৬০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাড়ছে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ। এবার শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন ৪৬০ জন সদস্য। বুধবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে।

জানা যায়, মিশনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।