• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

লৌহজংয়ে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন / ১১৬
লৌহজংয়ে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহনাজ বেগমঃ ১৪ জানুয়ারি শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের লৌহজং সরকারি কলেজে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্রঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন২০২৩ প্রবীন সাংবাদিক ঐক্যপরিষদের উপজেলা শাখার আহ্বায়ক অলক কুমার মিত্রের সঞ্চালনায় কাউন্সিলর ও ডেলিগেটদের উপস্হিতিতে সমাজসেবক শিক্ষানুরাগী সুধাংশু কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগন্জ দুই আসনের সংসদ সদস্য সাবেক হুইফ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুদ্ধাপরাধির মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত,।
জেলা ঐক্যপরিষদের সভাপতি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী সম্মোলন উদ্বোধন করেন। জাতীয় সংগীত ও উদ্ভোধনি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ বসু, শ্রীমতি পদ্মাবতী দেবী, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুব নেতা বাপ্পাদিত্য বসু, বলরাম বাহাদুর, তাপস দাস স্মৃতি রানী দাস। বক্তারা বংগবন্ধুর ৭২ সালের সংবিধান ও বৈষম্য মূলক আইন সমূহ বাতিলের দাবি জানান।

স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা, গোবিন্দ চন্দ্র দাস, সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন যুব ঐক্য পরিষদের৷ সদস্যসচিব শিমুল কুমার দে ঘোষনা পত্র পাঠ করেন ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য্য সচিব অ্যাডভোকেট সঞ্জীব কুমার মন্ডল। দিন ব্যপি কাউন্সিল অধিবেশন উংসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হন অলোক কুমার মিত্র ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট সজীব কুমার মন্ডল ।