• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন / ৬৩
লালমনিরহাটে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ লালমনিরহাটে শনিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাটের মিশন মোড়স্থ অরবিট চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায় ও লালমনিরহাট পৌর মেয়র মোঃরেজাউল করিম স্বপন-এর সার্বিক সহযোগিতায়

“সবার জন্য দৃষ্টি চাই” এই শ্লোগানকে সামনে রেখে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু শিবিরে চিকিৎসা দেওয়া হয়েছে।এ শিবিরে চোখ পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের লালমনিরহাটের মিশন মোড়ের মাজেদা কমপ্লেক্সের অরবিট চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে চোখের ছানী ও ফ্যাকো অপারেশন করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় বলেন,এখানে অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। আমারও চোখের ছানির সমস্যা হয়েছিল তাই এবার এখানে চোখের ছানি ফ্যাকো অপারেশন করে সুস্থ্য আছি।চোখের দৃষ্টি শক্তি খুবই ভালো আছে।

অরবিট চক্ষু হাসপাতালের ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন বলেন, এখানে বিগত ৪বছর ধরে গ্রামের অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে।

এ চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন অরবিট চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ নাজমুল হুদা এমবিবিএস,পিজিটি, চক্ষু,(আরইউ),টেকনিশিয়ান মোঃ আসাদুজ্জামান,ক্যাম্প অর্গানাইজার মোঃ মাজেদুল ইসলাম,ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন প্রমুখ।

উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে শতাধিক রোগীকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।