• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় বই উৎসব পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন / ৬০
লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় বই উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাটঃ “পড়বো বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট গণগ্রন্থাগারে জেলা প্রশাসন ও জেলা গণ গ্রন্থাগার এর যৌথ আয়োজনে জাতীয় বই উৎসব ২০২৩ পালিত হয়েছে। রবিবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক শ্রী উত্তম কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বসাহিত্য ভ্রাম্যমান লাইব্রেরির লালমনিরহাটের গ্রন্থাগারিক মোঃ জাকির হোসেন।