• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে স্মার্ট ভিলেজ ও আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন / ৭৬
লক্ষ্মীপুরের রায়পুরে স্মার্ট ভিলেজ ও আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন

জয়নাল আবেদীন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের থানার বিপরীতে এর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এরপর চরপাতা গোল্ডেন এন্ড স্মার্ট ভিলেজ ও চরপাতা গোল্ডেন এন্ড স্মার্ট ভিলেজ এর বয়ার্ডারহার্টে উপজেলা প্রশাসন উন্মুক্ত বাজারশেড নির্মাণকাজের শুভ উদ্বোধন এবং চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “স্মার্ট গার্ডিয়ান শেড” নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন,

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন আকন্দ
এসময় রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ওসি শিপন বড়ুয়া প্রমুখ।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, রায়পুরের চরপাতা গ্রামকে গোল্ডেন স্মার্ট গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। এভাবে জেলায় মোট ৫টি গ্রামকে “স্মার্ট গ্রাম” হিসাবে ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে অন্যসব গ্রামগুলোকেও স্মার্ট গ্রামে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে গ্রামের ৩৫ শিক্ষিত যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়। অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করতে তাদের মাঝে গরুর বাছুর বিতরণের মাধ্যমে চরপাতা গ্রামকে প্রতিবন্ধীমুক্ত করা হয় ও ভিক্ষুক মুক্ত ঘোষণা হবে।