• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে ভায়ালক্ষীপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২২, ৭:৪০ অপরাহ্ন / ১৪১
রাজশাহীর চারঘাটে ভায়ালক্ষীপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে এসডিজির টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আত্নশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারেনা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিজির টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ অর্জনে অংশীজনদের সাথে ভিশন ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় (২০ ডিসেম্বর ২০২২) মঙ্গলবার সকাল ১০ টায় ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও বিএনএন কমিটির সভাপতি মোসাঃ কোহিনুর বেগম।

প্রধান অতিথি ছিলেন ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রাং। বিশেষ অতিথি ছিলেন ডাকরা ডিগ্রী কলেজে প্রভাষক মোঃ আব্দুল্লাহ, সকল ইউপি সদস্য সহ স্থানীয় নেত্রীবৃন্দ। কর্মশালা টি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও ইউসি আশরাফুল ইসলাম সরকার।