• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন / ১৩৩
রাজশাহীর চারঘাটে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটের অনুপমপুর তোজির মোড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী ইন্তেকাল করেছেন। সোমবার (২০ অক্টোবর) ভোর ৪ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজানের উপস্থিতে রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে এএসআই তাপসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে অনুপমপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।