• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

রাজধানীতে ১১ ছিনতাইকারী গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২২, ১০:০৬ অপরাহ্ন / ১১৫
রাজধানীতে ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ রাসেল সরকারঃ রাজধানী থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার (৮ জুলাই) পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর এবং তেজগাঁও থানাধীন এলাকায় বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য আবুল বাশার, শাহিন, মো. তামিম শেখ, মো. শফিকুল ইসলাম, পিয়াস, মো. মামুন, জয়, মো. রমজান, মো. জাহাঙ্গীর আলম, মো. সুমন, মো. আলী আকবর, মো. নাঈম, মো. মাসুদ, মো. রবিন মিয়া, মো. রানা মিয়া, মো. ফয়সাল, মো. তপন, মো. রাজু, মো. চাঁন শরিফ, মো. জসিম ও মো. শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন অলি গলিতে ওৎপেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় বেপরোয়া হয়ে ওঠে।

মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, তেজগাঁও, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা হতে ভোর রাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি থাকে।