

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, নারী নির্যাতন ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খিজির ফকির বাদী হয়ে ১১ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী খিজির ফকিরের সঙ্গে প্রতিবেশী জাইদুল ইসলাম (৪০), হামিদুল ইসলাম (৪৫), সাইদুল ইসলাম (২৫), জেনারেল হালিম (১৯)সহ আরও কয়েকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত ২৪ অক্টোবর রাতে সংঘবদ্ধভাবে অভিযুক্তরা লোহার রড, দা, ধারালো ছোরা ও স্টিল পাইপ নিয়ে খিজির ফকিরের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি মারধর চালিয়ে আহত করে। এ সময় বাদীর স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা নারী নির্যাতনের এক পর্যায়ে তাঁর স্ত্রীর পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে ১ লাখ টাকা নগদ, গরু বিক্রির ৪০ হাজার টাকা, জমি বিক্রির ৬০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তারা বাড়ির উত্তর পাশের টিনসেড ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে খবর দেওয়া হয় পীরগঞ্জ ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় সাড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আগুন লাগানোর পর আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের পুরনো। তবে সাম্প্রতিক সময়ে বিরোধের মাত্রা বাড়তে থাকে। ঘটনাটির পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :