• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

যশোরের শার্শায় শাক সবজি চাষের উপর আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১০:৪৫ অপরাহ্ন / ১৯৪
যশোরের শার্শায় শাক সবজি চাষের উপর আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খোরশেদ আলমঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে শাক সবজি চাষের উপর ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন ( শনিবার ) সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় এর কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত। অনুষ্ঠানে এসময় ভার্চুয়ালী সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় ভার্সুয়ালী সংযুক্ত থেকে উদ্বোধন করেন, ঢাকা বিআরডিবি’র (ভা:প্রা:) অতিরিক্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শার্শা উপজেলা (বিআরডিবি’র) প্রধান কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেন।

শার্শা উপজেলা সহকারী পল্লীউন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিআরডিবি শার্শা উপজেলা শাখা কর্তৃক বাস্তবায়নাধীন ইরেসপো প্রকল্প -২য় পর্যায়ের উক্ত ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায়, আইজিএ (শাক সবজি চাষ) বিষয়ের উপর ৩০ জন সুফলভোগী সদস্যদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়।