• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ন

যশোরের শার্শা করোনা রোগীদের জন‍্য অক্সিজেন কনসেনট্রেটর প্রদান


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২১, ৯:৩২ অপরাহ্ন / ১৯০
যশোরের শার্শা করোনা রোগীদের জন‍্য অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

মোঃ সোহাগ হোসেন, শার্শা,যশোরঃ যশোরের শার্শায় করোনা রোগীদের জন্য অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।

অপর দিকে একই সময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।

সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ডিআইজি এন্টিটোরিজম ইউনিট মনিরুজ্জামান পিপিএম, বিপিএম বার নিজস্ব অর্থয়নে করোনা রোগীদের জীবন বাঁচাতে অতি জরুরী প্রয়োজনীয় ৪টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, সদর ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, এসআই মুস্তাফিজুর রহমানসহ সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।