• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ থানায়


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন / ৩৫৫
মুন্সীগঞ্জে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ থানায়

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ ইভা মনি (২০) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিন বছর আগে ইসলামিক শরীয়ত মোতাবেক সিরাজদিখানের খাসমহল বালুরচর এলাকার মোসাঃ ইভা মনির সঙ্গে একই উপজেলার কংশিপুরা গ্রামের মোঃ আব্দুল্লাহ (৩০) এর সা‌থে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক পুত্রসন্তান রয়েছে।

অভিযোগে ইভা মনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী আব্দুল্লাহ, শাশুড়ি তাসলিমা বেগম, ননদ শার‌মিন আক্তার, নন‌দের স্বামী মোঃ ইব্রা‌হিম, নন‌দের মে‌য়ে রিতা আক্তার মিলে পারিবারিক বিষয় নিয়ে তাকে নানাভাবে হয়রানি করে আসছে। একপর্যায়ে তারা আমা‌কে ব‌লে আমার বাবার বা‌ড়ি থেকে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা নি‌য়ে আস‌তে।

আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে প্রতিনিয়ত গালাগালি ও শারীরিকভাবে নির্যাতন করতো। গত ১৪ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে তারা আবারও টাকা দাবি করে। আমি অস্বীকার করলে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং খুন-জখমের হুমকি দিয়ে ও আমা‌কে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।

স্থানীয়দের সহায়তায় ইভা মনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সি‌দ্দিক জানান, অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।