• ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন / ৬৬
মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের নিয়ে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে মুকসুদপুরের জেলা পরিষদ ডাক বাংলোতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া এবং সঞ্চালনা করেন পশারগাতী ইউপির চেয়ারম্যান প্রার্থী সালমিন মিয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, কাশালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অশোক মৃধা, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সোহেল, বহুগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ডা. রঞ্জিত, সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত আলী খান, শরিফুল ইসলাম আমির, কাশালিয়া ইউপির সমাজসেবী বাবুল শিকদার, মোচনা ইউপির সমাজসেবী শওকত শিকদারসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।