• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২০ অপরাহ্ন

মশার যন্ত্রণায় অতিষ্ঠ পঞ্চগড় পৌরসভার বাসিন্দারা


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন / ৪৮
মশার যন্ত্রণায় অতিষ্ঠ পঞ্চগড় পৌরসভার বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ দিনে মাছি আর রাতে মশার যন্ত্রণায় অতিষ্ঠ পঞ্চগড় পৌরসভার বাসিন্দারা। নোংরা আবর্জনায় পরিপূর্ণ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির যত্রতত্র ময়লার স্তুপে কিলবিল করছে মশা-মাছি। পঞ্চগড় পৌরমেয়র বলছেন, পৌরবাসীর এ দূর্ভোগ লাঘবে শিগগিরই মশক নিধনে স্প্রে ও ফ্লাই ডাস্টবিনের ব্যবস্থা করবেন।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ২০০০ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না সাধারণ নাগরিকেরা। অপরিকল্পিতভাবে গড়ে তোলা ড্রেন ও সেখানে জমে থাকা ময়লার স্তুপে কিলবিল করছে মশা-মাছি। মাছির পাশাপাশি দিনের বেলাতেই মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী।

ভুক্তভোগীরা বলছেন, মশার ডিম পাড়ার পরিবেশ রোধ করতে না পারা এবং ফ্লাই ডাস্টবিন ও সার্বিক তত্ত্বাবধান না করায় এ সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। ময়লা আবর্জনায় ড্রেন বদ্ধ থাকায় মশা-মাছি বাহিত নানান রোগে আক্রান্তের শিকার হচ্ছে নাগরিকরা।

আর পৌর মেয়র বলছেন, পূর্বের মেয়র ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলায় সৃষ্টি হয়েছে নানা সমস্যার। শিগগিরই মশক নিধন অভিযান শুরু হবে। স্থানীয়রা বলছেন, বছর ঘুরে পৌরকর্তৃপক্ষ পৌরকরসহ অন্যান্য খাতে রাজস্ব আদায় করলেও নাগরিক সুবিধা নিশ্চিত করনি। পঞ্চগড় পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।