• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বিআরটিসি বাস খুলে বিক্রির অভিযোগে বরিশাল ডিপোতে তোলপাড়


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন / ২৩৪
বিআরটিসি বাস খুলে বিক্রির অভিযোগে বরিশাল ডিপোতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বরিশাল বিআরটিসি বাস ডিপোর একটি বাস খুলনার সোনাডাঙ্গায় খুলে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পেতেই বিআরটিসির অভ্যন্তরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বাসটির নম্বর ঢাকা মেট্রো ব-২১৯৪।

সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ঢাকার টুঙ্গি এলাকার পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘমেয়াদি ইজারায় বরিশাল বিআরটিসি ডিপোর আওতাধীন খুলনা-পাথরঘাটা রুটে বাসটি পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন বাসটি চলার পর চলতি বছর বিআরটিসি তার দীর্ঘমেয়াদি ইজারা বাতিল করে।

ইজারা বাতিলের পর রফিকুল ইসলাম চলতি বছরের ৬ আগস্ট হাইকোর্টে পুনরায় ইজারা চেয়ে রিট আবেদন (নং ১২৫৯০/২৫) করেন। তবে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিচারপতি কাজী জিন্নাত হক ও বিচারপতি আনুননা সিদ্দিকা রিটটি খারিজ করে দেন।

এরপর বিআরটিসির ঢাকা হেড অফিস থেকে জেনারেল ম্যানেজার মেজর নিজামউদ্দিন স্বাক্ষরিত একটি আদেশ জারি হয় (স্মারক নং ৮৬৪)। আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রফিকুল ইসলামের কাছ থেকে বাসটি বুঝে নিয়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো ইউনিট ইনচার্জের নিকট হস্তান্তর করতে।

তবে অভিযোগ রয়েছে, আদেশ কার্যকর না করে বরিশাল ডিপো ইনচার্জ বাসটি রফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বুঝে না নিয়ে আরও দুই মাস ধরে খুলনা-পাথরঘাটা রুটে যাত্রী পরিবহন চালিয়ে যান। এ সময় সংশ্লিষ্টরা রাজস্ব ভাগাভাগি করে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সবশেষে বাসটি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে গিয়ে চাকা, ইঞ্জিন ও বডি খুলে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এই বিষয়ে বরিশাল বিআরটিসি ডিপো ইনচার্জ জুলফিকার-এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।

অন্যদিকে বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবদুল লতিফ মোল্লা বলেন, এ বিষয়ে আমি অবগত নই, বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, বরিশাল বিআরটিসির বিরুদ্ধে অতীতেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে একাধিক তদন্ত চলমান।