• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে দেশ দারিদ্র্যমুক্ত হয়ে যেত- গণপূর্ত প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২১, ১১:১১ অপরাহ্ন / ১৭৭
বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে দেশ দারিদ্র্যমুক্ত হয়ে যেত- গণপূর্ত প্রতিমন্ত্রী

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা:গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ এতদিনে দারিদ্র্যমুক্ত হয়ে যেত। তাঁর অকাল মৃত্যু দেশ ও দেশের মানুষকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে।

শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছিল। তারা যেমন এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের উন্নয়ন ও অগ্রগতিকেও তারা মেনে নিতে পারেনি। এ কারণেই ঈর্ষা পরায়ন হয়ে দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির পথ অনেকটা রুদ্ধ হয়ে যায়।
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির সেই ধারা পুনরায় ফিরে এসেছেন এবং দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম দোবাস এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদ উল্লা খন্দকারসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।
উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শহরের ১ হাজার অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।