• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

ফলোআপ : রাজশাহীর চারঘাটে জমিজমা নিয়ে বিরোধে জোড়া খুনের দুই মামলায় আসামী ৪৮, গ্রেফতার ৬


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ন / ১২১
ফলোআপ : রাজশাহীর চারঘাটে জমিজমা নিয়ে বিরোধে জোড়া খুনের দুই মামলায় আসামী ৪৮, গ্রেফতার ৬

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দ্বন্দ্বে চাচাতো দুই ভাই খুনের ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই পক্ষের দুই মামলায় ৪৮ জনকে আসামী করা হয়েছে। নিহত দুই ভাইয়ের স্ত্রী চারঘাট মডেল থানায় মামলা দুটি দায়ের করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নিহত আজিজ আলীর স্ত্রী রুবিনা খাতুন (৩৭) বাদী হয়ে নিহত আকরাম আলীর পক্ষের ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর নিহত আকরাম আলীর স্ত্রী মাইমুনা বেগম (৩০) বাদী হয়ে নিহত আজিজ আলীর পক্ষের ২১ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় রবিবার বিকাল পর্যন্ত দুই পক্ষের ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে আজিজ ও আকরাম দুই চাচাতো ভাই তাদের পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষই হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে। এসময় হাসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় দুই গ্রুপের আরও আটজন আহত হয়েছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, দুই ভাই খুনের ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।