• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ছাড়াও মেট্রোরেলের প্রথম যাত্রী যারা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২২, ৯:২৪ অপরাহ্ন / ৭০
প্রধানমন্ত্রী ছাড়াও মেট্রোরেলের প্রথম যাত্রী যারা

বিশেষ প্রতিনিধি,ঢাকাঃ বাংলাদেশের অন্যতম অর্জন মেট্রোরেলের উদ্বোধন হলো আজ। প্রথম যাত্রী হিসেবে উত্তরা থেকেও আগারগাঁও পর্যন্ত গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর সাথে মেট্রোরেলের প্রথম যাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ মেট্রোরেলে চড়ার সুযোগ পেয়েছেন।

বুধবার সকাল ১১ টায় মেট্রোরেলের উদ্বোধন শেষে উত্তরাস্থ উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোরেলের প্রথম যাত্রী হয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদরাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, বাদাম বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধী।

উদ্বোধনের প্রাথমিক পর্যায়ে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সুযোগ পাচ্ছেন। আগামীকাল থেকে প্রায় ১২ কিলোমিটার রাস্তা যাত্রীরা মাত্র ১০ মিনিটে পেরোতে পারবেন মেট্রোরেলে।