• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন / ২৯২
প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

এদিন উপজেলার ১১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মোট ৫.৫ মেট্রিক টন সরিষা বীজ, ১১ মেট্রিক টন ডিএপি সার ও ১১ মেট্রিক টন এমওপি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।