• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

পুনাকের পক্ষ থেকে দু’শত দুস্হ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ১০:৩৩ অপরাহ্ন / ১৬২
পুনাকের পক্ষ থেকে দু’শত দুস্হ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মনিরুজ্জামান অপূর্ব /বেলাল দেওয়ানঃ রাজধানীর শাহজাহানপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে ২০০ অসহায় পরিবারকে ত্রাণ দিলো। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

আজ শুক্রবার রাত ৮ টায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ শাহজাহানপুর রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচীতে অসহায় মানুষের মাঝে সকালের নাস্তায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করেন। এই ত্রাণ বিতরণ কর্মসূচী চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুনাক। এসময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।