• ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

নিউইয়র্কে আ’ লীগ কর্মীদের বিক্ষোভে ফখরুলদের হেনস্তা, এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১:৪৬ অপরাহ্ন / ১২১৭
নিউইয়র্কে আ’ লীগ কর্মীদের বিক্ষোভে ফখরুলদের হেনস্তা, এনসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপ

বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে পৌঁছানো বিএনপি, এনসিপি ও জামায়াত নেতারা স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর এমিরেটসের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি বিশেষ নিরাপত্তায় অন্য গেইট দিয়ে বের হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা, সদস্যসচিব আখতার হোসেন এবং জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় বিক্ষোভের সম্মুখীন হন।

বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে জড়ো হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মুহাম্মদ ইউনূসকে ‘জামায়াত-শিবিরের নেতা’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। মির্জা ফখরুল ও হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে ‘বাংলাদেশের দুশমন’সহ নানা অভিযোগে কটূক্তি করা হয়। বৈরী পরিস্থিতির মধ্যে আখতার হোসেনের গায়ে পরপর দুটি ডিম নিক্ষেপ করা হয়, যার একটি তাঁর পিঠে ফেটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিম নিক্ষেপকারী ছিলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান।

ঘটনার সময় বিএনপি ও এনসিপির নেতারা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যান। তবে তাঁদের গাড়ির সামনেও বিক্ষোভকারীরা শুয়ে পড়ে বাধা দেন। পুলিশের সহায়তায় গাড়ি পেছনে নিয়ে শেষ পর্যন্ত তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ কর, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুনসহ আরও অনেকে। অন্যদিকে বিএনপির সমাবেশে যোগ দিয়েছিলেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, অলিউল্লাহ আতিকুর রহমানসহ প্রবাসী নেতারা।

মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগেই ঘোষণা দিয়েছিল—“যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ।” সেই কর্মসূচির অংশ হিসেবেই এ বিক্ষোভ সংগঠিত হয়। দুপুর ১টা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকেরা জন এফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পাল্টাপাল্টি সমাবেশ করলেও বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ নেতাদের একটি অংশ চার নম্বর টার্মিনালে গিয়ে ইউনূসের সফরসঙ্গীদের নাজেহাল করে।

পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন। সেখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আওয়াজ তোলেন আওয়ামী লীগ ও বিএনপি-এনসিপির নেতাকর্মীরা। এনসিপি নেতা আখতার হোসেন ওই সময় অভিযোগ করেন, আমাদের উদ্দেশ্য করে অশালীন আচরণ করা হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

এদিকে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় নিউইয়র্ক পুলিশ যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।