• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৭:৪৮ অপরাহ্ন / ৯৭
দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাংলাদেশ সংবাদ সংস্থা  (বাসস): আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

জেলা সংবাদদাতারা জানান: নাটোর: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক ও মালিক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোর বাইকারদের চলাচল নিয়ন্ত্রণ করা, নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, ক্রাইম ইন্সপেক্টর জিয়া লতিফুল, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভার আগে কানাইখালী পুরনো স্টেডিয়াম থেকে বের হওয়া বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নড়াইল : সকাল ৯টায় র্যা লি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যাজলিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেস জোবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পিরোজপুর: সকাল হভপঢ় ৯ টভয় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র্যাৌলি শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সম্মাদক মো. আ. হান্নান। র্যা লি ও সমাবেশে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বগুড়া: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যা লি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক মঈনুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, (হাইওয়ে) আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, আন্তঃ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।

নওগাঁ: জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় একটি র্যা লি। জেলা প্রশাসক এতে নেতৃত্ব দেন। র্যা লিটি শহরের প্রধান সড়ক ধরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। আলোচনা করেন- সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ডাক্তার আশিষ কুমার, শিক্ষাবিদ মো. শরিফুল ইসলাম খান, বি আর টি এ’র সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলন নওগাঁর সভাপতি এ এস এম রাইহান আলম, পরিবহন মালিক গ্রুপের নওগাঁ জেলার সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজহার আলী। লক্ষ্মীপুর: সকালে কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যা লি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন মন্টু, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাস, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মো: শাহ আলম প্রমুখ। এ সময় বিভিন্ন পরিহন সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা: সকাল ১০টায় র্যা লি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়। বেলুন উড়িয়ে র্যা লির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশিদ। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শিল্প একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যা লিতে অংশ নেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স.ম কাইয়ুম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবির, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাশ প্রমুখ। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে বক্তব্য দেনর সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম প্রমুখ। গাজীপুর: জেলার কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আসসাদিকজামান। বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, সাংবাদিক আব্দুর রহমান আরমান, গাড়ি মালিক সমিতির আব্দুল মজিদ ও জুলহাস মিয়া প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে বিভিন্ন সড়কে পরিবহন শ্রমিকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। হবিগঞ্জ: সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ হবিগঞ্জ শহরে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণ্যাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম,ভারপ্রাপ্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ চৌধুরী, মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী। মাগুরা : বেলা ১১ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যা লি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে র্যা লিটি কলেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহদাত হোসেন মাসুদ। বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, বিআরটিএর পরিদর্শক সজীব সরকার, জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান প্রমুখ। জেলা প্রশাসন ও বিআরটি মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। মুন্সীগঞ্জ: সড়ক দুর্ঘটনারোধে সচতেনতামূলক শোভাযাত্রা বের হয়। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পতাকা একাত্তর ভাষ্কর্য চত্ত্বর হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় সভাপতিত্বে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মু. সোহেল রানা রানু প্রমুখ। সড়ক দুর্ঘটনায় সংক্রান্ত পরিসংখ্যান তুলে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন মুন্সীগঞ্জ বিআরটিএ’র সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম। দিনাজপুর: জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল আয়োজিত দিবসটি উপলক্ষ্ র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় র্যা লিটি জেলা প্রশাসক কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দুপুর ২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ-২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম ।বক্তব্য রাখেন, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রাফিউল হাসান মৃধা, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লা, সেলফ এর জেলা সভাপতি মুকিদ হায়দার শিপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শামীম রাজা। র্যা লীতে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকার, বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, বিআরটিসি বাস ডিপো’র কর্মকর্তা ও কর্মচারী, দিনাজপুর নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।