• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমেও করোনা ছড়াতে পারে


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২১, ১১:২৪ অপরাহ্ন / ২০৫
টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমেও করোনা ছড়াতে পারে

বিশেষ প্রতিনিধিঃ টিকাপ্রাপ্ত আক্রান্ত ব্যক্তি অন্যদের মাঝে সমান ভাবে সংক্রমণ ছড়াতে পারেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। (সিডিসি) পরিচালক ডা. রোসেল ওয়ালেনস্কি বৃহস্পতিবার বলেছেন, সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তিরা এখনো কোভিড-১৯ ভাইরাস ছড়াতে পারেন।

সংবাদ মাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, ওয়ালেনস্কি বলেন, আমাদের ভ্যাকসিনগুলো অসাধারণ কাজ করছে। তিনি টিকাপ্রাপ্ত লোকদের মাস্ক পড়া এবং ঘরে থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভ্যাকসিনগুলো ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে ভালো কাজ করে, গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রোধ করতে পারে। গত বুধবার সিডিসি প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসের শেষ দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে আনুমানিক ৯৩.৪ শতাংশ ডেল্টা ভেরিয়েন্ট।

গবেষণা রিপোর্টে দেখা যায়, টিকাপ্রাপ্ত এবং টিকাহীন ব্যক্তি সংক্রমিত হলে তারা উভয়ই সমানভাবে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াতে পারে।