
এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক খামারিদের গ্রামীণ জীবনমান উন্নয়নে দিন ব্যাপী নারীদের হাঁস পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক জামালগঞ্জ শাখা অফিসের আয়োজনে উপজেলা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর সুফল ভোগী ২৫ জন নারী সদস্যা অংশগ্রহণ করেন।
ব্র্যাক এরিয়া ম্যানেজার মো: মামুনুর রহমান’র (এমএফ দাবী) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক’র সিলেট ডিভিশনার ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভ্যাটিনারী সার্জন শামছুল হক, সুনামগঞ্জ রিজিউনাল ম্যানেজার শাহরিয়ার কবির আলিফ, সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো: শাহ আলম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ব্র্যাক জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস।
বক্তারা বলেন, ব্র্যাক সারাদেশে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বির্তৃর্ণ উন্মুক্ত এলাকা থাকায় এ অঞ্চলে হাঁস পালন লাভজনক। কেউ যদি ইচ্ছে করেন, তিনি হাঁসের খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এ জন্য তেমন বড় অংকের টাকার প্রয়োজন নেই। শুধু সদিচ্ছা ও পরিশ্রমের দরকার। এই সুনামগঞ্জ তথা হাওর এলাকায় অনেক মানুষ আছেন যারা হাসের খামার করে সাবলম্ভী হয়েছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরা যদি নিজ বাড়িতে কিছু হাঁস পালন করেন, তা হলে সেই পরিবারের আয়ের উৎস বেড়ে যাবে। পরিবারের লোকজনদের খাদ্যের একটি চাহিদাও পুরণ হবে। এ ভাবে আমাদের নারী সমাজ সারা দেশে আয় বর্ধক কাজ করলে পরিবারের সচ্চলতা বেড়ে যাবে। সবারই জীবনমান উন্নতি হবে। বক্তারা সবাইকে আয়বর্ধক কাজ করার আহবান জানিয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে হাসের বাচ্চা তুলে দেন।
আপনার মতামত লিখুন :