• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ভূমি অফিসে তহশীলদার পদে মুহাম্মদ ইমারত হোসেনের যোগদান


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ৯:০৫ অপরাহ্ন / ৪১
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ভূমি অফিসে তহশীলদার পদে মুহাম্মদ ইমারত হোসেনের যোগদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়, ননীক্ষীর ও কাশালিয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) পদে মুহাম্মদ ইমারত হোসেন নামে এক কর্মকর্তা সোমবার (২৪ এপ্রিল) যোগদান করেছেন।

ওই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো জলিরপাড় ভূমি অফিসে একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল তহশীলদার দায়িত্ব পালন করবেন। সেই বহুল কাঙ্খিত তহশীলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) হিসেবে মুহাম্মদ ইমারত হোসেন যোগদান করেছেন। তহশীলদার ইমারত হোসেন এর আগে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় ২০২২ সালে গোপালগঞ্জে শ্রেষ্ঠ তহশীলদার হিসেবে পুরস্কার গ্রহণ করেন। গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্বরত শাহিদা সুলতানা তাকে জেলার শ্রেষ্ঠ তহশীলদার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ প্রদান করেন।

ওই দপ্তরে সরকারি সেবা নিতে আসা জনগণের প্রত্যাশা নবনিযুক্ত তহশীলদার মুহাম্মদ ইমারত হোসেন জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসটি দালালমুক্ত এবং প্রভাব মুক্ত রেখে ভূমি অফিসটিকে আধুনিক ও মডেল ভূমি অফিস হিসেবে গড়ে তুলবেন, জনগণকে বিনা হয়রানিতে সরকারি সেবা সমূহ প্রদানে সচেষ্ট হবেন। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, এর আগে জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসে তহশীলদার পদে কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিভিন্ন অনলাইন পোর্টালে ও একাধিক জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হলে তাকে ওখান থেকে বদলি করা হয় বলে জানা গেছে।